ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

বিনোদন

প্রকাশ্যে এলো করোনা থেকে মুক্তির প্রার্থনায় গানচিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
প্রকাশ্যে এলো করোনা থেকে মুক্তির প্রার্থনায় গানচিত্র

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। মরণব্যাধী এই ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬ হাজার ৪৭০ জন মারা গেছে। এতে ১৪৭টি দেশের ১ লাখ ৬৪ হাজর ৮৩৭ জন আক্রান্ত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য নিশ্চিত করেছে।

এবার এই ভাইরাস নিয়ে প্রকাশ পেলো গান-ভিডিও। ‘ওহ করোনা আমার দেশটা ধরো না- এমন কথার ‘ও করোনা’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে সৃষ্টি টিভি নামের ইউটিউব চ্যানেলে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে এটি প্রকাশ্যে আসে।

গানের ভিডিওতে বিশ্বব্যাপী করোনা আক্রান্তদের ভয়াবহতার চিত্র দেখানো হয়েছে। এর কথা লিখেছেন সাংবাদিক ও লেখক ওমর ফারুক।  

গানের কথাগুলো হচ্ছে- ওহ করোনা আমার দেশটা ধরো না/সব কিছু যারা পারে কথায় কথায় মিসাইল মারে/তারাও তোমার সঙ্গে পারে না/ ওহ করোনা আমার দেশটা ধরো না...

গানটি কণ্ঠে তুলেছেন আহসান জামিল। টিউন করেছেন শাহীন আলম। কম্পোজার রোহান রাজ। সম্পাদনায় এ এম রুমী। ক্যামেরায় রঞ্জন দেবনাথ। গান-ভিডিও পরিচালনা করেছে সৃষ্টি টিম।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০

এফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।