ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

পারিবারিক নির্যাতনের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
পারিবারিক নির্যাতনের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

অনেক নারী স্বামীর কাছে শারীরিক ও মানসিক দুই ধরনের নির্যাতনেরই শিকার হন। কখনো তা প্রভাব ফেলে তাদের সন্তানের উপরেও। এ বিষয়টি নিয়ে মামুনূর রশীদ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরেকটি সকাল’। মেসফির আয়াজ নীরবের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন অনিক সরকার।

এতে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, শিরীন আলম, মেসফির আয়াজ নীরব ও পৌষাল রহমানসহ অনেকে।

পরিচালক মামুনূর রশীদ জানান, পারিবারিক নির্যাতনের ফলে একটি সংসার যেভাবে নষ্ট হয়ে যায় তাই স্বল্পদৈর্ঘ্যটিতে তুলে ধরা হয়েছে।

এর গল্পে দেখা যাবে, বিয়ের পর থেকেই লিয়াকত হাসান স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে আসছেন। এই নির্যাতনের মাত্রা চরমে উঠে একটা সময়। লিয়াকত তার সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। একমাত্র সন্তানের উপরও কারণে-অকারণে নির্যাতন চালান।  

সম্প্রতি থিয়েট্রিক্যাল মিক্সড স্টোরিসের প্রযোজনায় নির্মিত ‘আরেকটি সকাল’র শুটিং উত্তরায় সম্পন্ন হয়েছে।

জানা যায়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রথমে বিভিন্ন উৎসবে প্রদর্শন হবে। এরপর থিয়েট্রিক্যাল মিক্সড স্টোরিসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।