bangla news

পঁচাত্তরে বিয়ে করলেন অভিনেতা দীপঙ্কর দে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৭ ১২:৪৩:২৮ পিএম
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দীপঙ্কর দে ও দোলন রায়

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দীপঙ্কর দে ও দোলন রায়

ভালোবাসার কাছে হার মানলো বয়স। ৭৫ বছর বয়সে বিয়ে করলেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। ৪৯ বছর বয়সী প্রেমিকা অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে দক্ষিণ কলকাতায় রেজিস্ট্রির মাধ্যমে দীপঙ্কর-দোলনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

তাদের বিয়েতে হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। সে তালিকায় রয়েছেন- নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, ধ্রুব কুণ্ডু, লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র মিত্রসহ বেশ কয়েকজন। এছাড়াও উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশিষ।

বিয়েতে সাদা পঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কেড়েছেন দীপঙ্কর। এদিকে মাথায় লাল ফুল ও গায়ে লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে বধূ সেজেছেন দোলন৷ 

জানা যায়, দীর্ঘদিন ধরে দীপঙ্কর দে এবং দোলন লিভিং রিলেশনে ছিলেন। তাদের সম্পর্কের কথা জানতেন ইন্ডাস্ট্রির সবাই। তবে এবার সকল জল্পনার অবসান ঘটিয়ে বয়স যে শুধু সংখ্যামাত্র তা প্রমাণ করে দিলেন এই তারকা নবদম্পতি।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-17 12:43:28