ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২০২১ সালের ঈদের সিনেমার নাম ঘোষণা করলেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
২০২১ সালের ঈদের সিনেমার নাম ঘোষণা করলেন সালমান সালমান খান

সর্বশেষ ‘দাবাং থ্রি’র সাফল্যে পর আগামী বছরের ঈদের সিনেমার নাম ঘোষণা দিয়ে দিলেন সালমান খান। সিনেমার নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’।

শুক্রবার (১০ জানুয়ারি) সালমান জানান, ২০২১ সালের ঈদে মুক্তি পাবে তার ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামের সিনেমা। সামাজিক যোগাযোগ্যমাধ্যম টুইটে বিষয়টি জানালেন সালমান।

সাজিদ নাদিয়াদওয়ালার গল্প ও প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন ‘হাউসফুল ফোর’খ্যাত নির্মাতা ফারহাদ শামজির।

জানা গেছে, চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন চলছে নায়িকা নির্বাচনের কাজ। অন্যদিকে ২০২০ সালের মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা ‘রাধে’।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।