ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

এ সপ্তাহের টপচার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এ সপ্তাহের টপচার্ট

প্রতি সপ্তাহেই হলিউড ও বলিউডে নতুন নতুন সিনেমা বড় পর্দায় আসছে। বাংলাদেশের বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা শুধু সিনেমা নয়, বিশ্বজুড়ে সাড়া সাজানো গানগুলোও উপভোগ করে থাকেন। তাই বিশ্বসেরা সিনেমা ও গানের টপ চার্ট নিয়ে বাংলানিউজে থাকছে সাপ্তাহিক বিশেষ আয়োজন।

হলিউড টপ চার্ট:

 

সিনেমা

গত সপ্তাহে

চলছে (সপ্তাহ)

রেটিং

সপ্তাহান্তিক আয়

জোকার (২০১৯)

৩য়

৬৮%

$৫.৫৯ কোটি

দ্য অ্যাডামস্ ফ্যামিলি

--

২য়

৪৪%

$৩.০৩ কোটি

জেমিনি ম্যান

--

২য়

২৫%

$২.০৬ কোটি

অ্যাবোমিনেবল

৪র্থ

৮৩%

$৬১ লাখ

ডাউনটন অ্যাবে

৫ম

৮৫%

$৪৯ লাখ

 

বিলবোর্ডে সেরা একশ’ গানের শীর্ষ দশ:

  গান শিল্পী
হাইয়েস্ট ইন দ্য রুম ট্রাভিস স্কট
ট্রুথ হার্টস লিজ্জো
সেনোরিটা শন মেনডিস ও ক্যামেলিয়া ক্যাবেলো
১০,০০০ আওয়ার্স ড্যান + শে ও জাস্টিন বিবার
সামওয়ান ইউ লাভড লুইস ক্যাপালডি
সার্কলস পোস্ট ম্যালোন
নো গাইড্যান্স ক্রিস ব্রাউন, ফি. ড্রেক
র‌্যানসম লিল টেক্কা
ব্যাড গায় বিলি ইলিশ
১০ পানিনি লিল ন্যাস এক্স

 

বলিউড টপ চার্ট: সেরা পাঁচ সিনেমা

১. ওয়ার
২. দ্য স্কাই ইজ পিঙ্ক
৩. সাই রা নরসিংহ রেড্ডি
৪. ড্রিম গার্ল
৫. ছিছোরে
 

এ সপ্তাহের সেরা দশ গান:

 

গান

সিনেমা/অ্যালবাম

শিল্পী

ঘুঙরু সং

ওয়ার

অরিজিৎ সিং, শিল্পা রাও

পাচতাওগে

জানি ভে

অরিজিৎ সিং

সাইকো সাইয়ান

সাহো

ধ্বনি ভানুশালি, সচেত ট্যান্ডন

দিল কা টেলিফোন

ড্রিমগার্ল

মিত ব্রস, ফি. জোনিতা গান্ধি ও নাকাশ আজিজ

পাল পাল দিল কে পাস

পাল পাল দিল কে পাস

অরিজিৎ সিং ও পরম্পরা ঠাকুর

জয় জয় শিব শংকর

ওয়ার

বিশাল, বেনি দয়াল

ও সাকি সাকি

বাটলা হাউজ

তুলসি কুমার, নেহা কাক্কার, বি প্রাক

ওঢ়নি

মেড ইন চায়না

দর্শন রাভাল ও নেহা কাক্কার

হাওয়া বাঁকে

 

দর্শন রাওয়াল

১০

এক চুম্মা

হাউজফুল ৪

সোহেল সেন, আলতামাশ ফরিদী, জ্যোতিকা

আরও পড়ুন: গত সপ্তাহের টপচার্ট

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯ 
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।