[x]
[x]
ঢাকা, বুধবার, ২ কার্তিক ১৪২৫, ১৭ অক্টোবর ২০১৮
bangla news

লক্ষ্মীপুরে তিনদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-১০ ৮:২৫:৫৩ এএম
লক্ষ্মীপুরে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

লক্ষ্মীপুরে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

লক্ষ্মীপুর: প্রথমবারের মতো আয়োজিত ‘লেটস সিনেমা’ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। আগামী শুক্রবার (১২ জানুয়ারি) পর্যন্ত এ উৎসব চলবে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার।

এতে বিশ্বের ১০২ দেশের মোট ২ হাজার ৪৭টি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্যে ৪৬টি দেশের প্রায় অর্ধশতাধিক তরুণ নির্মাতার ৭১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলাদেশ ও সামাজিক সংগঠন শূন্য’র আয়োজনে উৎসবের লোগো উম্মোচন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, লক্ষ্মীপুর আদলতের আইনজীবী সেলিনা আক্তার, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ভৌমিক, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মতলব ও উৎসব পরিচালক জিসান মাহাদি প্রমুখ। 

অনুষ্ঠানের সমন্বয়ক ইয়াসিন চৌধুরী তুষার বলেন, আমরা সারা বিশ্ব থেকে ব্যাপক সাড়া পেয়েছি। বিশ্বের এতো বেশি চলচ্চিত্র জমা পড়বে, তা কল্পনা করিনি। এ উৎসবে ৭১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিশ্বের এসব নির্মাতাদের সঙ্গে বাংলাদেশি তরুণ নির্মাতারাও অংশ নেবেন। 

গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল লক্ষ্মীপুর-২০১৮ (জিওয়াইএফএফএল) উৎসবের জুরিবোর্ড সদস্যদের মাধ্যমে ছয়টি বিভাগের নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলো পুরস্কার পাবে।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
জিপি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa