হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা, অস্কারজয়ী নির্মাতা আজ নিজ বাড়তে মৃত্যুবরণ করেছেন। তার ম্যানেজার সিনডি বার্জার বলেন, ‘তিনি প্রয়াত হয়েছেন উটাহর সানডান্সের পার্বত্য এলাকায় নিজের প্রিয় বাড়িতে- প্রিয়জনদের ঘিরে, প্রিয় পরিবেশে। ’ তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।
১৯৬০-এর দশকে চলচ্চিত্রে অভিষেকের পর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন রেডফোর্ড। ১৯৭০-এর দশকে দ্য ক্যান্ডিডেট, দ্যা ওয়ে উই ওয়্যার, অল দ্যা প্রেসিডেন্টস ম্যান-এর মতো একাধিক কালজয়ী সিনেমাতে অভিনয় করে সময়ের সেরা অভিনেতাদের একজন হয়ে ওঠেন।
পরিচালক হিসেবেও তার সাফল্য ছিল ঈর্ষণীয়। ১৯৮০ সালে অর্ডিনারি পিপল পরিচালনার মাধ্যমে অস্কারে সেরা পরিচালক পুরস্কার জেতেন। একই বছর সিনেমাটি সেরা চলচ্চিত্র পুরস্কারও পায়।
এনএটি