ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

নায়করাজের টানে হাসপাতালে আলমগীর-শাকিব-মৌসুমী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
নায়করাজের টানে হাসপাতালে আলমগীর-শাকিব-মৌসুমী নায়করাজের টানে হাসপাাতলে শিল্পীদের ভিড়

নায়করাজ রাজ্জাকের মৃত্যুর সংবাদ শোনার পরপরই ২১ আগস্ট সন্ধ্যা থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভিড় করছেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পী-কুশলীরা। প্রিয় নায়ককে শ্রদ্ধা ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন তারা। 

রাজ্জাকের দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে সমবয়সী তেমন কেউ নেই। সহশিল্পী ও জুনিয়রদের মধ্যে অনেকেই ছুটে গেছেন হাসপাতালে।

শুরু থেকেই রাজ্জাকের পাশে ছিলেন তার দুই ছেলে অভিনেতা বাপ্পারাজ ও সম্রাট।  

রাত ৮টা নাগাদ হাসপাতালে যান আলমগীর, গাজী মাজহারুল আনোয়ার, শাহ অালম কিরন, ওমর সানী, মৌসুমী, ফেরদৌস, শাকিব খান, জায়েদ খান, সাইমনসহ অনেক শিল্পী ও নির্মাতা। হাসপাতালে গিয়ে তারা নায়করাজের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।  

নায়করাজের লাশ গোসল শেষে এখন হিমাগারে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে নামাজে জানযার সময় জানা যাবে।  

নায়করাজ রাজ্জাক আর নেই 
নায়করাজের মৃত্যু,  ফেসবুক যেন শোকবই 
‘রাজ্জাক ভাই ছিলেন দেশীয় চলচ্চিত্রের ইনস্টিটিউট’

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।