ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

টিভি কিউ : নির্বাচিত অনুষ্ঠান ২২ আগস্ট রবিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০
টিভি কিউ : নির্বাচিত অনুষ্ঠান ২২ আগস্ট রবিবার

এটিএন বাংলা

রাত ০৮টা ॥ ধারাবাহিক নাটক : বাতাসের ঘর (৬৪ পর্ব) ॥ রচনা : মুজতবা আহমেদ মুরশেদ, পরিচালনা : মিজানুর রহমান লাবু ॥ অভিনয়ে:  তৌকীর আহমেদ , রিচি, সুইটি, মিলন, শামস সুমন, হাসান মাসুদ, নাদিয়া, চ্যালেঞ্জার, দিলারা জামান, আবুল কাশেম প্রমূখ ॥

রাত ০৮টা ৪০মিনিট ॥ ধারাবাহিক নাটক : অগ্নিরথ (১৬ পর্ব) ॥ রচনা :  রাজিবুল ইসলাম রাজিব ও নাজনীন হাসান চুমকী, পরিচালনা : রাজিবুল ইসলাম রাজিব ॥ অভিনয়ে : মিলন, বাঁধন, ফজলুর রহমান বাবু, শাহেদ, চুমকী, শামসুল আলম বকুল, চিত্রলেখা গুহ, সাজ্জাদ রেজা প্রমূখ।  

রাত ০৯টা ২০মিনিট ॥ ধারাবাহিক নাটক : সূবর্ন স্বপ্ন’ (৪১ পর্ব)॥ রচনা :সোহান খান, পরিচালনা : মাসুদ মহিউদ্দিন।

অভিনয়ে : আনিসুর রহমান মিলন, অপূর্ব, কুসুম শিকদার, নাদিয়া, কে এস ফিরোজ, চিত্রলেখা গুহ, মাহমুদুল ইসলাম মিঠু, অভি, হৃদি, সোহান খান, সঞ্জয় কান্ত, জাহাঙ্গীর আলম প্রমূখ।


রাত ১১টা ॥ লাক্স এ সপ্তাহের নাটক : গন্ধ ॥ রচনা :  ইলোরা লিলিথ, পরিচালনা : তাহের শিপন ॥
অভিনয়ে : বিজরী বরকত উল্লাহ, শাহেদ শরীফ খান, শর্মিলী আহমেদ প্রমূখ।

চ্যানেল আই    

রাত ৭টা ৫০ মিনিট ॥ ধারাবাহিক নাটক : চৈতা পাগল ॥ রচনা বৃন্দাবন দাস, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ ॥ নোয়াখালির আঞ্চলিক ভাষায় নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন জয়া আহসান, মাহফুজ আহমেদ, বাঁধন, রওনক হাসান, সোহেল খান, মৌসুমি বিশ্বাস, লুৎফর রহমান জর্জ, সিদ্দিকুর রহমান, মাহমুদুল মিঠু, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, শুভ্র, মিশো, আরফান, রিফাত চৌধুরী প্রমুখ ॥

রাত ১১.৩০ মিনিট ॥ বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান : প্রকৃতি ও জীবন ॥ অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করছেন মুকিত মজুমদার বাবু ॥ মাঠ পর্যায়ে দলনেতার দায়িত্বে রয়েছেন পরিবেশ বিজ্ঞানী ড. আনিসুজ্জামান খান ও প্রকৃতি ও জীবন  ইউনিট দল ॥ অনুষ্ঠানের বিষয়, বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরণে জনসচেতনতা বৃদ্ধির ল্েয এটি একটি ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান ॥

এনটিভি

রাত ৮টা ১৫ মিনিট ॥ ধারাবাহিক নাটক : মানবজমিন ॥ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আসাদুল ইসলাম ও মুরাদ পারভেজ; পরিচালনা করেছেন মুরাদ পারভেজ ॥ অভিনয়ে : রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, তৌকির আহমেদ, জিতু আহসান, অপূর্ব, সোহানা সাবা, বন্যা মির্জা, তাজিন আহমেদ, আহসান হাবিব নাসিম, কে এস ফিরোজ, গাজী রাকায়েত, ইলোরা গহর, আলিফ চৌধুরী, আফরান নিশো, উত্তম গুহ, তানিয়া হোসেন ও খলিলুর রহমান কাদরি প্রমুখ ॥ গল্প : রায়হান খান মারা গেছে বছর সাতেক আগে। উঁচা-লম্বা গাম্ভীর্য মিলিয়ে বেশ একটা কাঠামোগত শক্ত সামর্থ্য শরীর এবং সাহসী পুরুষ হিসেবে বেশ খ্যাতি ছিলো তার। দুই মেয়ে এক ছেলের মা তিশার বয়স প্রায় বত্রিশ ছুঁই ছুঁই। ভালো স্বাস্থ্য, শ্যামবর্ণের, আকর্ষণীয়া তিশা এক অন্যরকম ব্যক্তিত্বের নারী। রায়হানের রেখে যাওয়া সকল সম্পত্তি নিজ হাতে আগলে রেখেছে সে। মনিদীপা বাশারের স্ত্রী। অল্প বয়স, আধুনিক, স্মার্ট, মধ্যবিত্ত পরিবারের বামপন্থী চেতনার মেয়ে। মণিদীপা ঘৃণা করে বাশারকে কারণ, শুধু বয়সের পার্থক্য নয় পৃথিবীর সমস্ত ধনীদের প্রতিই তার অগাধ অভক্তি। একসময় আবিস্কার হয় আরমান ও মনিদীপার বহুমাত্রিক সম্পর্ক। মণিদীপার ভালবাসার ছুরিতে ত বিত হতে থাকে আরমান প্রতি মুহূর্তে ॥

বাংলাভিশন

রাত ৮টা ১৫ মিনিট ॥ ধারাবাহিক নাটক : জামাইমেলা ॥ রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা: আজহারুল আলম বাবু ॥ অভিনয়ে : মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শামীম জামান, আ.খ.ম. হাসান, আজিজুল হাকিম, ড. এনামুল হক, নোভা, আলভী, দিহান, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস প্রমুখ ॥

রাত ৯টা ০৫ মিনিট ॥    টক শো : লীজান মেহেদী : আমার আমি ॥ উপস্থাপনা: নওশীন; প্রযোজনা: অনন্ত জাহিদ ॥

রাত ৯টা ৪৫ মিনিট ॥ ধারাবাহিক নাটক : হৈ হৈ রৈ রৈ ॥ রচনা: শামীম সাগর; পরিচালনা: অরণ্য আনোয়ার ও সাইদুর রহমান রাসেল ॥ অভিনয়ে: আবুল হায়াত, আফরোজা বানু, সজল, শানারৈ দেবী শানু, সাজু খাদেম, মুনিরা মিঠু, সঞ্জীব আহমেদ, জ্যোতিকা জ্যোতি, শামীম প্রমুখ।

একুশে টিভি

০৮টা ০৫ মিনিট ॥ পবিত্র ঈদ উপলে তারকাদের কেনাকাটা নিয়ে বিশেষ অনুষ্ঠান : তারকাদের কেনাকাটা ॥ জিনির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন ॥ অনুষ্ঠানটিতে প্রতিদিন একজন তারকা অতিথি কেনাকাটা করবেন। আজ কেনাকাটা করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন ॥

রাত ০৮টা ২০ মিনিট ॥  মেগাসিরিয়াল : গুনীন ॥ ড. আশরাফ সিদ্দিকী রচিত গুনীন উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনীর হোসেন জীবন ॥ অভিনয় করেছেন আ খ ম হাসান, ইলোরা গহর, রুবলি চৌধুরী, সামান্তা, চাঁদনী, শামস সুমন, ফকরুল হাসান বৈরাগী, তরু মোস্তফা, সুমন সিদ্দিক, ড. আশরাফ সিদ্দিকী, আফরোজা হাসান, পিযোষ বন্দোপাধ্যায়, শবনাম পারভীন সহ আরো অনেকে ॥ গল্প : হেকমত আলীর বাড়ি ভোনারপাড়া গ্রামে। বাবা ভাজন মোড়লের দুই ছেলে হেকু এবং সেকু। ৪র্থ শ্রেনী পযন্ত লেখাপড়া জানা হেকু খুব সুরতের তাগরা যুবক। তার নেশা ছিলো বাশিঁ বাজানো এবং গরু চড়ানো। গরু চরাতে সে একদিন ত্রিমোহনের বংশাই নদীর তীরে আসে। সেখানে এসে দেখে বিশাল বেদে বহর। বেদেরা এসেছে আসামের কামরুপ কামাখ্যা থেকে। প্রতিটি বেদের শরীরের গঠন খুবই চমৎকার। একদিন গরু চরাতে চরাতে হঠাৎ হেকুর নজরে পড়ে রঙিন ঘাগড়া পড়া এক চতুর্দশী কন্যাকে। তার নাম সমরি। তাদেও সাথে আসে আরো দুই অপরুপ বেদে কণ্যা। সমরিরা চার বোন। হেকু সমরিকে দেখে ভালোলাগে এবং ভালোবাসার প্রস্তাব জানায়। সমরি তার বড় বোন সবরিকে তা বলে দেয়। সবরি হেকুকে সাবধান করে দেয় কিন্তু হেকু সমরিকে বিয়ে করবে বলে পাল্টা জবাব দেয়। সমরি শর্ত দিয়ে রাজি হয়। শর্ত অনুযায়ি তারা একদিন রাতে কোচার মুললুকে রওনা হয়। অনেক পাহাড়, পর্বত পাড় করে কোচার মুললুকে পৌছায়। সেখানে পুরুষ শূণ্য এলাকা। সেখানে নারীরা রাজ্য চালায়। এখানে এেেস বিয়ে করে তারা। কিন্তু রাজ্যের রানীর মন্ত্রী পছন্দ করে হেকুকে। এরপর মেগাধারাবাহিকের কাহিনী অন্যদিকে মোড় নেয় ॥

রাত ০৯টা ৩০ মিনিট  ॥ ধারাবাহিক নাটক : ললিতা ॥ আব্দুস সালামের মূল গল্প অবলম্বনে ধারাবাহিক এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ ॥ অভিনয় করেছেন  সুমাইয়া শিমু,জয়ন্ত চট্টপাধ্যায়, শিরিন আলম, আনিসুর রহমান মিলন, বন্যা মির্জা, ইলোরা গহর, প্রাণরায়, আঁকা,মৌনতা, নাসিমা খান, কাজী আনিস,মিশা সওদাগর, জয়রাজ, মুন্নি, ম.আ.সালাম, হিমেল, প্রত্যাশা, বিনয় ভদ্র, জামাল উদ্দিন, আশা মনি সহ অনেকে। গল্প : সিনেমার গান ভেসে আসছে ঢাকার আশেপাশে একটি বস্তি থেকে। ঝণঝনানি শব্দ আর নারী পুরুষের উচ্চ বাচ্যে মুখরীত এই বস্তি। নি¤œবিত্ত মানুষের সুখ দুঃখের লেনাদেনার মধ্য দিয়ে বেড়ে উঠ্ছে এখানকার আগামীর ভবিষ্যত। এই বস্তিরই ললিতা নামের একটি মেয়ে সিনেমা দেখে আর একটাই স্বপ্ন আঁকে সে নায়িকা হবে ॥

রাত ১০টা ১০ মিনিট ॥  বিশেষ সেলিব্রিটি শো : মিডিয়া গসিপ ॥ সাংবাদিক,সুরকার তানভীর তারেক এর গ্রন্থনা ও উপস্থাপনায় এবারের মিডিয়া গসিপের বিভিন্ন সেগমেন্টে থাকছে শোবিজ তারকাদের নিয়ে নানান আয়োজন ॥ প্রভা-অপূর্ব’র বিয়ে নিয়ে বিশেষ গসিপ এক্সকুসিভ।   এছাড়াও এমআইবি ও অডিও অঙ্গনের ঈদ বাজার নিয়ে থাকছে নিউজ ফ্যাশ। এবারের হট সীটে চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও শাকিব খানের একক দৌরাত্ম এবং ডিপজল-শাকিব দ্বন্দ্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন বর্তমান সময়ের ব্যস্ত চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। তানভীর তারেক এর গ্রন্থনা ও উপস্থাপনায় মিডিয়া গসিপ প্রযোজনা করেছেন ইসরাফিল শাহিন ॥  

দেশ টিভি

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ॥ জমজদের নিয়ে বিনোদনমুলক অনুষ্ঠান : আমরা দুজন, দেখতে কেমন॥ অভিনেত্রী নাজনীন চুমকীর  উপস্থাপনায় প্রতি পর্বে একজোড়া জমজ অংশগ্রহণ করবে ॥ তাদের বেড়ে ওঠা, বিড়ম্বনাসহ মজার  বিষয় ও ঘটনা উপস্থাপন করা হবে এই অনুষ্ঠানে। প্রযোজনা করেছেন আমজাদ সুজন ॥

রাত ৮টা ১৫ মিনিট ॥ ধারাবাহিক নাটক : সীমান্ত ॥ বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ সুবর্ণা মুস্তাফা, সাবেরী আলম, মামুনুর রশীদ, শামস সুমন, জিতু আহসান, ইন্তেখাব দিনার, বন্যা মির্জা প্রমুখ ॥ গল্প : নাটকের গল্পের শুরু এক গ্রামের হাটবার থেকে। যেখানে বিভিন্ন্ জায়গা থেকে মানুষ এসেছে তাদের পন্য বিক্রি করতে। ক্রেতা বিক্রেতার দরকষাকষি। মশলা আর মাছের তীব্র গন্ধ। বেদেদের সাপ খেলা আর চুড়ি কেনার আহ্বান। এমনি এক হাটের পর নিখোঁজ হয় বেদে পরিবারের এক তরুণী। চারদিকে হৈচৈ খোঁজাখুজি। আর তরুণীর ভাগ্য! অজ্ঞাত পরিচয় কিছু লোক তাকে রাতের অন্ধকারে ফেলে দেয় এক বিলে। অপদস্থ মৃত। বেদে তরুণীর মৃত দেহ আবিষ্কার করে তারই ভাই। অন্ধ আক্রোশে ছুরি হাতে তাড়া করে অজ্ঞাত পরিচয়ের সেই লোকদের। আর দূর্ঘটনা বশত মারা যায় আজমত নামক এক ব্যাপারী। আর তরুনের জায়গা হয় চোদ্দ শিকের পেছনে অন্ধকার খুপরীতে।


বাংলাদেশ স্থানীয় সময় ২১০৫  আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।