ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

বিনোদন

অষ্টম যাত্রা উৎসব সবার জন্য উন্মুক্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
অষ্টম যাত্রা উৎসব সবার জন্য উন্মুক্ত

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে তিন দিনের অষ্টম যাত্রা উৎসব। এতে অংশগ্রহণকারী সব যাত্রাপালা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে তিন দিনের অষ্টম যাত্রা উৎসব। এতে অংশগ্রহণকারী সব যাত্রাপালা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

বুধবার (২৩ নভেম্বর), ২৪ ও ২৬ নভেম্বর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে ১৯টি যাত্রাদলের যাত্রাপালা প্রদর্শনী।

উৎসবে যাত্রাপালা দেখে যাত্রাশিল্প উন্নয়ন কমিটির তিনজন সদস্য মূল্যায়ন করবেন। তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন দেওয়া হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতিমধ্যে সাতটি পর্যায়ে ৮৮টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।