ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

বিনোদন

রাতভর গানবাংলার উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
রাতভর গানবাংলার উৎসব

সংগীত নির্ভর টিভি চ্যানেল গানবাংলা টেলিভিশনের দ্বিতীয় বর্ষপূর্তি আগামী ১৬ ডিসেম্বর। এ উপলক্ষে ও মহান বিজয় দিবস উদযাপনের জন্য মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা থেকে পরদিন পর্যন্ত রাজধানীর গুলশানে গানবাংলা চত্বরে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য উৎসব।



উৎসবে প্রথম পর্বে রাত ১২টা ১ মিনিটে কেক কেটে শুরু হবে উৎসব। গতবারের মতো এবারও বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের মিলনমেলায় পরিপূর্ণ থাকবে গানবাংলার অনুষ্ঠান।

গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস বলেন, ‘গানের প্রতি দুর্বলতার কারণেই মিউজিক চ্যানেল করেছি। বাংলা গানকে বিশ্ব-দরবারে এক মর্যাদার আসনে নিয়ে যেতে চাই। এ স্বপ্ন বাস্তবায়নে আজীবন কাজ করে যাবো। ’

বাংলাদেশ সময় : ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।