নির্মাতা কাজী হায়াৎ এর নতুন ছবি ‘সর্বনাশা ইয়াবা’য় একজোড়া নতুন মুখ দেখা যাবে। এরা হলেন-শাহলা ইসলাম তমা ও মেহমুদ সিদ্দিক লেলিন।
এতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রসূন আজাদ, হাবিব খান, বাবু, আশরাফ, গুলশান আরা প্রমুখ।
ছবিটি নিয়ে তমা বাংলানিউজকে বলেন, ‘সর্বনাশা ইয়াবা’য় আমার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি ইয়াবা আসক্ত হয়ে যাই। আর আমার জন্য আমার বড় ভাই কাজী মারুফ সমাজ থেকে ইয়াবা ব্যবসায়ীদের নির্মূলের জন্য অভিযান চালান। আমার বিপরীতে অভিনয় করেছেন মেহমুদ। আশা করছি, ছবিটি সবার ভাল লাগবে। ’
এরইমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। খুব শিগগিরই ছবিটি বেশকিছু প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাবে।
প্রসঙ্গত, তমার প্রথম ছবি ছিল রাজ্জাক পরিচালিত ‘আয়নাকাহিনী’, এরপর রাকিবুল ইসলাম রাকিবের ‘প্রেম করব তোমার সাথে’। আর কাজী হায়াৎ এর ‘সর্বনাশা ইয়াবা’তার অভিনীত তৃতীয় ছবি।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪