ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

‘সত্তা’ নিয়ে আসছে ব্যান্ড আভাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, সেপ্টেম্বর ২৫, ২০২৫
‘সত্তা’ নিয়ে আসছে ব্যান্ড আভাস

আত্মপ্রকাশের পর থেকেই মৌলিক গানে মনোযোগী ব্যান্ডদল ‘আভাস’। ইতিপূর্বে পাঁচটি গান প্রকাশ করেছে ব্যান্ডটি।

‘মানুষ-১’, ‘আভাস’, ‘বাস্তব’, ‘অনাথ’ ও ‘ক্যামেরা’ গানগুলো শ্রোতারাও পছন্দ করেছে বেশ।

এবার দলটি তাদের ষষ্ঠ গান ‘সত্তা’ প্রকাশ করতে যাচ্ছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার তেজগাঁওয়ের একটি ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশ করা হবে।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সত্তা’ গানের কথা লিখেছেন ‘আভাস’ প্রধান তানযীর তুহীন। সুর করেছেন যৌথভাবে তুহীন ও রাজু শেখ। ‘সত্তা’র ভিডিও নির্মাণ করেছেন মুন্তাকিম আল মাহিম, প্রযোজনায় সোহাগ চৌধুরী।

জানা গেছে, গানটি আভাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়াও শোনা যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ডিজার, গানা, জিওসাভানসহ বিভিন্ন আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মেও।

‘আভাস’-এর বর্তমান লাইনআপে রয়েছেন তানযীর তুহীন (ভোকাল), রাজু শেখ (বেজ গিটার), হিমেল সারিয়ার (লিড গিটার), আরাফাত শাওন (কি-বোর্ড) ও রাশেদ জিন (ড্রামস)।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।