ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

মিথিলার সাফল্যে খুশি সৃজিত, তবে কী মিটলো দূরত্ব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, আগস্ট ২৬, ২০২৫
মিথিলার সাফল্যে খুশি সৃজিত, তবে কী মিটলো দূরত্ব!

অভিনেত্রী, গায়ক, মডেল, শিক্ষক, উন্নয়নকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। শোবিজ ক্যারিয়ার বাইরে মিথিলা জানিয়েছেন তার নতুন অর্জনের কথা।

সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি। সোমবার মধ্যরাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ তথ্য। তার এই সাফল্যে বেজায় খুশি তার স্বামী কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।  

মিথিলার করা এই পোস্ট সৃজিত নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। এই নির্মাতা সেখানে লেখেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’ কিছু দিন আগে মিথিলার ও তাহাসানের মেয়ে আইরা তেহরিম খান অভিনীত বিজ্ঞাপনের একটি পোস্টও শেয়ার করেছিলেন এই পরিচালক।

অভিনেতা, গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল তাদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। মূলত মিথিলা আর সৃজিতকে সম্প্রতি একসঙ্গে দেখেননি দর্শকরা। তবে মিথিলাকে নিয়ে পোস্ট করে চমকে দিয়েছেন সৃজিত।

বলে রাখা যায়, শিক্ষার্থী হিসেবে মিথিলা মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন দ্বিতীয় মাস্টার্স। সেখানে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন এই তারকা। ২০১৪-১৬ স্নাতকোত্তর শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে একমাত্র মিথিলাই এই সর্বোচ্চ সিজিপিএ পান।

এখানেই থেমে থাকেননি মিথিলা। অভিনয়, সন্তান, সংসার সামলানো এবং চাকরির পাশাপাশি পিএইচডির পড়াশোনা শুরু করেন। ইউনিভার্সিটি অব জেনেভায় মিথিলার পিএইচডি ডিগ্রির প্রক্রিয়া সম্পন্ন হতে পাঁচ বছর লেগেছে। মিথিলার পিএইচডির বিষয় আর্লি চাইল্ডহুড এডুকেশন।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।