বিচারব্যবস্থাকে অপমান করার অভিযোগ উঠেছে অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির বিরুদ্ধে। পুণের আদালতে দুই তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
তাদের আসন্ন সিনেমা ‘জলি এলএলবি ৩’-কে ঘিরে সমস্যার শুরু। ওয়াজেদ রহিম খান নামে এক আইনজীবী তাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন।
শুধু অক্ষয় ও আরশাদ নয়, জানা গেছে সিনেমার পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন সেই আইনজীবী। আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় দুই অভিনেতা ও পরিচালককে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
ওয়াজেদ রহিমের দাবি, সিনেমাতে এমন কিছু বিষয় দেখানো হয়েছে যা ভারতের বিচারব্যবস্থাকে অপমান করে। আদালতের কাজের ধরন নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বলেও তার অভিযোগ। এক দৃশ্যে বিচারককেকে ‘মামা’ বলে ডাকা হচ্ছে। এই শব্দ নিয়ে আপত্তি জানিয়েছেন আইনজীবী।
‘জলি এলএলবি ৩’র ঝলকে দেখানো কিছু বিষয় নিয়ে আপত্তি অভিযোগকারী আইনজীবীর। সংবাদমাধ্যমকে ওয়াজেদ বলেন, আইনজীবীদের সম্মান করা উচিত। আইনজীবী ও বিচারপতিদের সম্পর্কে যা যা দেখানো হয়েছে তা সম্পূর্ণ ভুল। সেই জন্যই আমি অভিযোগ জানালাম পুণে আদালতে। সেই অভিযোগের ভিত্তিতেই অক্ষয়, আরশাদ ও পরিচালককে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
এই অভিযোগটি ওয়াজেদ দায়ের করেছিলেন ২০২৪ সালে, সিনেমার প্রথম ঝলক মুক্তির পরপর। গত সপ্তাহে মুক্তি পেয়েছে আরও একটি ঝলক। অক্ষয় ও আরশাদ অভিনীত এই সিনেমা মুক্তি পাবে আসছে ১৯ সেপ্টেম্বর।
এনএটি