ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

কনসার্ট বাতিলে ১৪ লাখ ক্ষতিপূরণ দাবি, যা বলল আর্টসেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, আগস্ট ১৭, ২০২৫
কনসার্ট বাতিলে ১৪ লাখ ক্ষতিপূরণ দাবি, যা বলল আর্টসেল

গেল ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফরম করার কথা ছিল ব্যান্ডদল আর্টসেলের। তবে কনসার্টের আগের রাতেই সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয় তারা।

এতে ক্ষুব্ধ হন আয়োজক ও শিক্ষার্থীরা।

এবার প্রধান আয়োজক ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার আর্টসেলের কাছে ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন তিনি।

ফেসবুক পোস্টে সালাউদ্দিন লেখেন, ‘কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল, লিংকন আর্টসেল, আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন, ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন। ’

তিনি জানান, মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের হিসাব তৈরি করা হয়েছে। দাবি পূরণ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যান্ডটির আগামীর কানাডা সফর বাতিলের দাবিও তুলবেন তারা।

এ বিষয়ে আর্টসেলের ম্যানেজার বাঁধন গণমাধ্যমে বলেন, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের ব্যান্ডের ভোকাল লিংকন ভাই শারীরিকভাবে অসুস্থ। তাকে বাদ দিয়ে তো আর কোনো কিছু করা সম্ভব নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। আমরা সময়মতো সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানাব।

এর আগে অন্য এক পোস্টে আয়োজক অভিযোগ করেন, আর্টসেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ রেখে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করেছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।