ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

‘কালা জাহাঙ্গীর’ হচ্ছেন শাকিব খান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, জুলাই ২, ২০২৫
‘কালা জাহাঙ্গীর’ হচ্ছেন শাকিব খান!

নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প অর্থাৎ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের বিভিন্ন ঘটনা এবার উঠে আসবে সিনেমার পর্দায়। নির্মাতা আবু হায়াত মাহমুদের এই গল্প তুলে আনবেন ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’ শিরোনামে সিনেমাতে।

এর আগে শোনা গিয়েছিল সিনেমাটিতে অভিনয় করতে পারেন মোশাররফ করিম অথবা শরিফুল রাজ। এবার জানা গেল তাদের কেই নয়, ‘কালা জাহাঙ্গীর’ হয়ে পর্দায় আসছেন শাকিব খান।  

জানা গেছে, এরই মধ্যে শাকিবের সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে। বুধবার (২ জুলাই) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন শাকিব খান।

যদিও এখনও সিনেমাটি নিয়ে আনুষ্ঠিকভাবে মন্তব্য করতে রাজি হননি সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। তবে জানা গেছে, সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।