ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

শিরোনামের পোস্টারে নিরব, বললেন ‘অনেক চমক বাকি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, মে ২১, ২০২৫
শিরোনামের পোস্টারে নিরব, বললেন ‘অনেক চমক বাকি’

আসছে ঈদুল আজহায় মুক্তির সাম্ভাব্য তালিকায় যুক্ত হলো আরও এক নতুন সিনেমা। এর নাম ‘শিরোনাম’।

এর কেন্দ্রীয় চরিত্রে আছেন চিত্রনায়ক নিরব। তিনিই জানালেন মুক্তি সময়।

নিজের ফেসবুকে পোস্টার প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন নিরব। তার কথায়, নতুন গল্প নিয়ে আসছি। এখনো অনেক চমক বাকি আছে। সময় হলে সব জানানো হবে শিরোনামের টিম থেকে।  

এদিকে পোস্টারে অন্য এক নিরবকে আবিষ্কার করেছেন। লম্বা চুল, চোখে কালো সানগ্লাস আর কালো জ্যাকেটের মিশেলে নিরব হয়েছেন এই সিনেমার পারফেক্ট চরিত্র। যার নাম ‘ইব্রাহীম’। মূলত ইব্রাহিমকেই পরিচয় করিয়ে দিয়েছে ‘শিরোনাম’ টিম।

শিরোনাম সিনেমার নির্মাতা অনিক বিশ্বাস বলেন, ঈদে আসছি। সেইভাবে সিনেমাটা কাজ এগিয়ে চলছে। দুই-একদিনের মধ্যে সবকিছু জানাতে পারবো।

সিনেমাটিতে অভিনয়ে কারা থাকছেন জানতে চাইলে শুধু এটাই জানান, নিরবের সঙ্গে জনপ্রিয় সব শিল্পীতে ভরপুর থাকছে।

শিরোনাম চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফি করেছেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। এই চলচ্চিত্রের মাধ্যমে অনেক দিন পর প্লেব্যাকে ফিরছেন আরেফিন রুমি।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।