ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

এই পলাশকে আগে দেখা যায়নি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, মার্চ ৬, ২০২৫
এই পলাশকে আগে দেখা যায়নি!

আসছে ঈদে একেবারেই ভিন্ন রূপে হাজির হতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। যেখানে তাকে দেখা যাবে একজন বোহেমিয়ান বক্সারের চরিত্রে।

পলাশকে এমন চরিত্রে ফুটিয়ে তুলবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। জানা গেছে, এই নির্মাতার নতুন নাটক ‘খালিদ’-এ বোহেমিয়ান বক্সারের চরিত্রে পর্দায় আসবেন পলাশকে।  

বৃহস্পতিবার (৬ মার্চ) নির্মাতা অংশু ও পলাশ ‘খালিদ’র পোস্টার সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, শরীর দিয়ে ঘাম ঝরছে পলাশের। হাত দুটো বক্সারের আদলে। যার মাধ্যমে নতুন এক পলাশকে দেখতে পেলো ভক্তরা।

পলাশ জানান, নতুন ল্যাংগুয়েজের ফাইট দেখা যাবে এতে। যেখানে হ্যান্ড টু হ্যান্ড, পিঠ ফাইটিং এবং বক্সিং রয়েছে। যেগুলো বাংলাদেশের ফিকশনের ক্ষেত্রে একেবারে নতুন।

পলাশ বলেন, এটি একজন বোহেমিয়ান বক্সারের গল্প। যিনি ঘটনাক্রমে জীবনের বিভিন্ন জটিলতায় আটকে যান। এটি পুরোপুরি কাল্পনিক গল্প। কিন্তু অংশু ভাই যেভাবে এই গল্পটি বুনেছেন, সেটা অবশ্যই ব্যতিক্রম। আমি সবসময় ব্যতিক্রমী গল্প ও চরিত্রে আগ্রহী। ঈদে দশটি কাজ করার চেয়ে দু-একটি ব্যতিক্রমী কাজই যথেষ্ট। এটি তেমনই একটি কাজ।

‘খালিদ’-এ পলাশ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ইউটিউবের জন্য নির্মিত হয়েছে নাটকটি। এটি আসন্ন ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউবে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।