ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

আরিয়ানের বুকিং-এ পরীমণি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, ডিসেম্বর ২০, ২০২৩
আরিয়ানের বুকিং-এ পরীমণি

ঢাকা: ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিস’ নামে কয়েকটি গল্পে অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছে বঙ্গ।  

মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ ওয়েব ছবিতে প্রথমবারের মতো দেখা যাবে পরীমণি ও এ বি এম সুমনকে।

 

বঙ্গ অ্যাপের প্রধান কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেছেন, আগামী সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হবে।  

তিনি বলেন, আমরা ভালোবাসা দিবস উপলক্ষে লাভ স্টোরিজ নামে কয়েকটি অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছি, সেগুলোর একটি ‘বুকিং’।

এ বি এম সুমন বলেন, ‘চমৎকার একটা প্রেমের গল্প। পরীর সঙ্গে আমার প্রথম কাজ হতে যাচ্ছে। আরিয়ানও আমার প্রিয় নির্মাতাদের একজন। আশা করছি প্রডাকশনটি সবার ভালো লাগবে। ’

পরীমণিও উচ্ছসিত এমন সুন্দর একটি গল্পে কাজ করার সুযোগ পেয়ে।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।