ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

হিন্দি সিনেমাকে অশালীন বলে ভারতীয় গণমাধ্যমের শিরোনামে ডিপজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
হিন্দি সিনেমাকে অশালীন বলে ভারতীয় গণমাধ্যমের শিরোনামে ডিপজল ডিপজল

হিন্দি সিনেমা নিয়ে মন্তব্যের জেরে এবার ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে এলেন ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ডিপজল। গেল ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’।

সেই সময় থেকেই সিনেমাটি বাংলাদেশে মুক্তি নিয়েও চলছে নানা আলোচনা-সমালোনা।

দেশে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে সম্প্রতি এক বক্তব্যে ডিপজল দাবি করেন, হিন্দি সিনেমায় অশালীন দৃশ্য ও গান থাকে। বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে হিন্দি সিনেমা যায় না।

ডিপজলের এমন বক্তব্য নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ লেখেন, ডিপজল নিজেই বেশ কিছু ‘অশ্লীল’ সিনেমায় অভিনয় করেছেন।

এর মধ্যেই টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম খবরে এসেছেন ডিপজল। সেখানে  ডিপজলের বক্তব্য তুলে ধরা হয়েছে।

এ নিয়ে টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম করা হয়েছে, বাংলাদেশ ‘পাঠান’ মুক্তি নিয়ে জনপ্রিয় অভিনেতার প্রতিবাদ, দাবি- ‘হিন্দি ছবিতে অনেক অশ্লীল দৃশ্য এবং গান থাকে’।

সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ডিপজল দাবি করেছেন, হিন্দি সিনেমায় অশ্লীল দৃশ্য ও গান থাকে যা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না।

বাংলাদেশের প্রেক্ষাগৃহে শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে সম্প্রতি একমত হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ও জানিয়েছে, হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে এ ১৯ সংগঠনের মধ্যে রয়েছে- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও। লিখিত সম্মতিও জানিয়েছে সংগঠনটি। তবে এ সংগঠনেরই জ্যেষ্ঠ সহ-সভাপতি ডিপজল বলছেন ভিন্ন কথা।

সম্প্রতি তিনি সাংবাদিকদের বলেছেন, দেশের সিনেমা ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এর মধ্যে হিন্দি সিনেমা এলে বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়বে।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এনএটি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।