ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

খোকসায় পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
খোকসায় পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী তারিকুল ইসলাম

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম ৯ হাজার ৩৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত রাজু আহম্মেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৮৩ ভোট।

এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৯৪০ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৪৮৯ জন ও পুরুষ ভোটার ৭ হাজার ৪৫১ জন। সকাল ৮টা থেকে একযোগে ৯টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও খোকসা পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আবু আনছার এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।