আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমীর হামজা।
রোববার (২৫ মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীলদের এক সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
ঘোষণার সময় মোবারক হোসেন বলেন, কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে প্রায় ৩০০ আসনের প্রার্থী ঘোষণা শেষ হয়েছে।
তিনি আরও বলেন, সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতির আগে জামায়াতে ইসলামী কোনো ধরনের নির্বাচন মেনে নেবে না। আমরা ২০১৮ বা ২০২৪ সালের মতো প্রহসনের নির্বাচন আর দেখতে চাই না। আমাদের প্রধান দাবি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করা।
মুফতি আমীর হামজাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে মোবারক হোসেন বলেন, আমরা এই আসনে যাকে প্রার্থী করেছি (আমীর হামজা), তিনি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও একজন সুপরিচিত ব্যক্তিত্ব।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস এবং অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এনডি/এমজে