ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন

গাইবান্ধার তিন পৌরসভাতেই আ’লীগ প্রার্থী বিজয়ী

মোমেনুর রশিদ সাগর, ডিস্ট্রিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, ডিসেম্বর ৩০, ২০১৫
গাইবান্ধার তিন পৌরসভাতেই আ’লীগ প্রার্থী বিজয়ী

গাইবান্ধা: গাইবান্ধা জেলার তিন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এর মধ্যে গাইবান্ধা পৌরসভায় নৌকা প্রতিকে অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন পেয়েছেন ১০ হাজার ৬৪৪ ভোট।

তার নিকততম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ারুল সারোয়ার সাহিব রেলইঞ্জিন প্রতিকে পেয়েছেন ৭ হাজার ২৭২ ভোট।

সুন্দরগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকে আব্দুল্লাহ্ আল মামুন ৪ হাজার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী আজাদুল করিম প্রামাণিক নিপু পেয়েছেন ১ হাজার ৯৯৩ ভোট।

এছাড়া গোবিন্দগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকে আতাউর রহমান সরকার ১৫ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকততম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আহম্মেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৯৩ ভোট।

গাইবান্ধা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছামছুল আজম বুধবার রাত ৯টার দিকে বে-সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।