ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

বান্দরবানে ২টি পৌরসভায় চলছে ভোটগণনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বান্দরবানে ২টি পৌরসভায় চলছে ভোটগণনা

বান্দরবান: বান্দরবানের দুটি পৌরসভায় ভোটগ্রহণ শেষে চলছে ভোটগণনা।   বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বান্দরবান পৌরসভা ও লামা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।



নির্বাচন কমিশন সূত্র জানায়, বান্দরবান পৌরসভায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ২৬ হাজার ৬৪৭ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৫০৭ এবং মহিলা ১১ হাজার ১৪০ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৩টি। বুথকক্ষের সংখ্যা ৭৭টি।

অপরদিকে লামা পৌরসভায় ভোটার ১১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৩০ জন এবং মহিলা ৫ হাজার ৪১৯ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। বুথকক্ষের সংখ্যা ৩৯টি।

এর আগে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কালেক্টরেট স্কুলের ভোটকেন্দ্রে আ’লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।  

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আইএসএ/টিসি



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।