ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

খাগড়াছড়িতে ২ মেয়র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, ডিসেম্বর ১৩, ২০১৫
খাগড়াছড়িতে ২ মেয়র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে দুইজন মেয়র, চারজন সাধারণ কাউন্সিলর ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এরা হলেন-মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ধীমান খীসা এবং দীপায়ন চাকমা।

কাউন্সিলর প্রার্থীরা হলেন-খাগড়াছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের চন্দর কুমার দে এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সুরভী খীসা।

এছাড়া মাটিরাঙ্গা পৌরসভায় ৮ নম্বর ওয়ার্ডের তহিদুল ইসলাম এবং আলী হাসান নয়ন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. নুরুল আলম এবং খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।