ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন

দিনাজপুর পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ডিসেম্বর ৯, ২০১৫
দিনাজপুর পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত

ঢাকা: দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বরখাস্তের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

তার করা এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (০৯ ডিসেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।



গত ৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন জাহাঙ্গীর আলম।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। সৈয়দ জাহাঙ্গীর আলম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
ইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।