ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি এনপিপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, ডিসেম্বর ৮, ২০১৫
পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি এনপিপির শেখ শওকত হোসেন নিলু

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
 
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিবউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে দলটির নেত‍ারা এ দাবি জানান।


 
সিইসির সঙ্গে সাক্ষাতের পর দলটির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু সাংবাদিকদের বলেন, আমরা সিইসিকে বলেছি, দেশের বর্তমান প্রেক্ষাপটে ২৫ ডিসেম্বর থেকেই যেন সেনা মোতায়েন করা হয়। কারণ ৫ জানুয়ারির নির্বাচনের ভয় মানুষের মন থেকে যায়নি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরি করতে হবে।
 
তিনি বলেন, গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। এ নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে না পারলে ইসির প্রতি জাতির আস্থা থাকবে না।   সুষ্ঠু, সুন্দর ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সেনা মোতায়েন করতে হবে।
 
তাদের দাবির পরিপ্রেক্ষিতে সিইসি কী বলেছেন? এমন প্রশ্নের জবাবে নিলু বলেন, সিইসি আমাদের সঙ্গে দ্বিমত করেননি। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেবেন।
 
আগামী ১৯ ডিসেম্বর ইসির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর বৈঠক রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
ইইউডি/এসইউজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।