ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ফেনীতে বকুলকে বিএনপির প্রার্থী ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৩, ডিসেম্বর ২, ২০১৫
ফেনীতে বকুলকে বিএনপির প্রার্থী ঘোষণা ফজলুর রহমান বকুল

ফেনী:  ফেনী পৌরসভায়  ফজলুর রহমান বকুলকে মেয়র প্রার্থী প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাতে প্রার্থী ঘোষনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দলের জেলা সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার ।



বকুল ফেনী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক৷ তিনি পৌর শহরের রামপুর এলাকার বাসিন্দা ।

এর আগে গত বছরের ৫ই এপ্রিল ফেনী পৌরসভার উপ- নির্বাচনে আওয়ামী সমর্থিত প্রার্থী হাজী আলাউদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন বিএনপি প্রার্থী আলাল উদ্দিন আলাল৷ পরাজয়ের গ্লানি নিয়ে আলাল আওয়ামীলীগের প্রার্থী আলাউদ্দিনের সাথে আবার প্রতিদন্ধিতায় না যাওয়ায় বিএনপিকে নতুন মুখ বেচে নিতে হল ।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।