ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

বিসিসি নির্বাচন: প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ১২, ২০২৩
বিসিসি নির্বাচন: প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের প্রতিবাদ সংগৃহীত ছবি

বরিশাল: সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলনের কর্মীরা।

সোমবার (১২ জুন) দুপুর দুইটার দিকে এয়ারপোর্ট থানার কাশিপুর এলাকায় বিক্ষোভ করেন তারা।

আন্দোলনকারীরা বলেন, মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর প্রকাশ্যে হামলা করা হয়েছে। আমরা হামলাকারীদের বিচার চাই। এখন নির্বাচন চলছে, আমরা নির্দেশ ছাড়া ভো‌টের মাঠ থেকে স‌রে যাব না।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানিয়েছেন, ইসলামী আন্দোলনের কর্মীরা সড়কে বিক্ষোভ করেছেন। তাদের বুঝিয়ে নিবৃত করা হয়েছে। কাশিপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে নগরের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে একযোগে ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।