ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

রামগতির চর আলগী ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
রামগতির চর আলগী ইউনিয়নে ভোটগ্রহণ চলছে ভোটারের লাইন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেওয়া শুরু করে ভোটাররা।

৮টার আগেই কেন্দ্রগুলোতে এসে লাইনে দাঁড়ান ভোটাররা। ৯টি কেন্দ্রে ৫৩টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।  

এ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের জাকির হোসেন চৌধুরী, দলের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. কারিমুল মাওলা সাহেদ আলী মনু এবং তার স্ত্রী টেবিল ফ্যান প্রতীকের নাদিয়া সুলতানা মিলি, মোটরসাইকেল প্রতীকের মো. দেলোয়ার হোসেন, চশমা প্রতীকের মো. নুরুল ইসলাম।  

ইউনিয়নের ৮টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩১জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডের নারী সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ৯ নম্বর ওয়ার্ডে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু নাছের।

এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩৬১০ জন। এদের মধ্যে পুরুষ ১২১১১ এবং নারী ভোটার ১১৪৯৯ জন।  

রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।  

জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় তিনস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছে।  

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।