ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ফেনীতে ভোটার তালিকা হালনাগাদে কারিগরি টিমের প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুন ৪, ২০২২
ফেনীতে ভোটার তালিকা হালনাগাদে কারিগরি টিমের প্রশিক্ষণ

ফেনী: ফেনী সদর উপজেলার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে কারিগরি টিমের বিভিআরএস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) দুপুরে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় ভোটার তালিকা হালনাগাদের কারিগরি নানা বিষয়ে আলোচনা করেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।

এ সময় উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী ভোটারের ডেটা নির্ভুলভাবে লিপিবদ্ধ, ফিঙ্গার, আইরিশ সঠিকভাবে নেওয়ার আহ্বান জানান। এতে ৩৩ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

উল্লেখ্য, ভোটার হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহ চলবে- ২০ মে থেকে ৯ জুন পর্যন্ত। নিবন্ধন কার্যক্রম (ছবি উঠানো) চলবে ১১ জুন থেকে ১৭ আগস্ট পর্যন্ত। উপজেলার ১২টি ইউনিয়নে ১৬৫ জন তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহ করছে ও ৩৩ জন সুপারভাইজার সে তথ্য যাচাই-বাছাই করে নির্বাচন অফিসে জমা দিবেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।