ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

ভুল তথ্য দিয়ে রোহিঙ্গারা ভোটার হতে পারবে না: সিইসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
ভুল তথ্য দিয়ে রোহিঙ্গারা ভোটার হতে পারবে না: সিইসি

রাজবাড়ী: ‘রোহিঙ্গাদের নিয়ে জাতি খুবই সমস্যার মধ্যে রয়েছে। রোহিঙ্গারা যখন এ দেশে প্রবেশ করে, তার কিছুদিন পরেই সব রোহিঙ্গাদের দশ আঙ্গুলের ছাপ নিয়ে রেখেছে প্রশাসন। ভুল নাম বা ভুল তথ্য দিয়ে রোহিঙ্গারা ভোটার হতে পারবে না। আগের মতো একজন একাধিকবার ভোটার হবার সুযোগ নাই। পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় প্রত্যেকটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।’

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা বলেন।

সিইসির এ উদ্বোধনের মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

জেলা প্রশাসক (ডিসি) শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার (এসপি) আসমা সিদ্দিকা মিলি, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবুল জব্বার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সিভিল সার্জন ডা. রহিম বকস, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিইসি কে এম নুরুল হুদার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

ইসি সূত্র জানায়, ১৩ মে পর্যন্ত তথ্য সংগ্রহের কার্যক্রম শেষ করে ২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। তথ্য সংগ্রহের সময় কেউ বাদ পড়লে তিনি নিবন্ধন কেন্দ্রে গিয়েও তথ্য দিয়ে নিবন্ধিত হতে পারবেন। এছাড়াও নতুন ভোটার তালিকায় নাম তুলতে তথ্য সংগ্রহকারীর কাছে কিছু প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।