ঢাকা: প্রবাসীদের ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে অ্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমেই প্রবাসীরা নিবন্ধন করে ভোট দেবেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, অ্যাপে প্রবাসীরা নিবন্ধন করবেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে। সেখানে তিনি ঠিকানা দেবেন। সেই ঠিকানায় রিটার্নিং কর্মকর্তা ব্যালট পেপার পাঠাবেন ভোটের আগেই। এরপর সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে তার নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
তিনি বলেন, অ্যাপ কবে উন্মুক্ত হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি। কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে।
৪০টি দেশে প্রায় ১ কোটি ৪০ লাখ প্রবাসী রয়েছে। এদের মধ্যে ৫০ লাখের মতো ভোটার ভোট দেবেন বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইসি।
ইইউডি/এসআইএস