ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফুলবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, এপ্রিল ১, ২০১৯
ফুলবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

কুড়িগ্রাম: উচ্চ আদালতের রায়ে স্থগিতকৃত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী সরকার (মোটরসাইকেল) ৩৩ হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আতাউর রহমান শেখ (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ১৪৩ ভোট।  

অপরদিকে, ভাইস চেয়ারম্যান (পুরুষ) আব্দুল লতিফ ৩১ হাজার ভোট এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) জান্নাতী বেগম ৩৮ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এফইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।