ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

ভোটে এআই অপব্যবহার রোধে সহায়তা দিতে চায় কানাডা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, জুলাই ৮, ২০২৫
ভোটে এআই অপব্যবহার রোধে সহায়তা দিতে চায় কানাডা বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন

ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে সহায়তা দিতে চায় কানাডা। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা করে দেশটি।

মঙ্গলবার (০৮ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে এমন অভিব্যক্তি জানান কানাডার হাইকমিশনার অজিত সিং।

বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, আমাদের নির্বাচনী প্রস্তুতি জানতে চেয়েছেন হাইকমিশনার। বিশেষ করে আমরা বেরিয়ে যেতে পারবো কিনা, সেই প্রস্তুতি আছে কি না-তা জানতে চেয়েছেন। আমি বিস্তারিত বলেছি। সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে কানাডা পাশে আছে।

সিইসি বলেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পাশে আছে। তারা গ্যাপ থাকলে তা পূরণ করবে বলে জানিয়েছে। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট চায় তারা। নারী ভোটারদের অন্তর্ভুক্তি কেমন করেছি, পার্বত্য চট্টগ্রামে কীভাবে নিশ্চিত করবো, এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে কথা হয়েছে। এটা আমাদের জন্যও হুমকি। আমরাও এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি।

তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে তারা বিষয়টি দেখভাল করতে চেয়েছে। গত বছর তাদের নির্বাচনে এটি ফেস করতে হয়েছে। তারা তাদের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেবে। নির্বাচনী সহায়তা দিতে বিভিন্ন দেশ আমাদের পাশে রয়েছে। আমাদের কমিটমেন্টের কথা শুনে তারা সন্তুষ্ট। ভবিষ্যতেও এ বিষয়ে কানাডার সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

ভোটের তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, নির্দিষ্ট তারিখ জানতে চেয়েছিলেন। আমি বলেছি ‘না’।

ইউএনডিপির সহায়তায় ইতোমধ্যে ব্যালট প্রকল্প নেওয়া হয়েছে, যেটি একটি ‘বাকেট’-এর মতো। অনেকেই সেখানে এসেছে (সহায়তা দিয়েছে)। তারাও (কানাডা) আসতে পারে। তারা আলাদাভাবে সহায়তা দিতেও পারে। আমরা তাদের কাছে পর্যবেক্ষকদের প্রশিক্ষণের জন্য সহায়তা চেয়েছি। আমাদের কোন কোন খাতে তারা সহায়তা করতে পারে, তা জানতে চেয়েছে।  

তাদের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান নাসির উদ্দিন।  

বিদেশি পর্যবেক্ষকদের প্রসঙ্গে সিইসি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আমরা ইতোমধ্যে পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। তারা বলেছে, আসতে চায়। তবে আগে থেকে জানাতে বলেছে, যেহেতু তাদের ২৮টি দেশ।

অন্য এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গত তিনটি নির্বাচনে যারা সার্টিফিকেট দিয়েছে যে, খুব সুন্দর, গ্রহণযোগ্য ভোট হয়েছে-তাদের নেবো কেন? যাদের অভিজ্ঞতা আছে, গ্রহণযোগ্যতা আছে, তাদেরই নেবো।

ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।