ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

সোয়া লাখ ভোটে হারলেন মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
সোয়া লাখ ভোটে হারলেন মান্না মাহমুদুর রহমান মান্না (ফাইল ফটো)

বগুড়া: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মহাজোট প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ লাঙল প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসনটিতে মোট ১১০টি ভোটকেন্দ্রের সবগুলো থেকে প্রাপ্ত ফলাফলে শরিফুল ইসলাম জিন্নাহ পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৬৫ ভোট।

 তার প্রতিদ্বন্দ্বী নাগরিক ঐক্যের আহ্বায়ক ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৬৯ হাজার ৬০২ ভোট। ভোটের ব্যবধান এক লাখ ১৫ হাজার ৭৬৩ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৪০৪ জন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।