Savlon [x]
Savlon [x]
bangla news

৩০ নম্বর ওয়ার্ডে ভোট দেবেন জাহাঙ্গীর, হাসান ৫৪-তে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-২৫ ৫:৪৬:০৯ পিএম
হাসান উদ্দিন সরকার ও জাহাঙ্গীর আলম

হাসান উদ্দিন সরকার ও জাহাঙ্গীর আলম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে মঙ্গলবার (২৬ জুন) সকাল ০৮টায়। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. হাসান উদ্দিন সরকারের মধ্যে।

প্রধান দু’মেয়র প্রার্থী মধ্যে মো. জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার। সকালে তিনি ওই ওয়ার্ডেই ভোট দেবেন। এছাড়া বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার ৫৪ নং ওয়ার্ডের বশির উদ্দিন উদায়ন একাডেমি ভোটকেন্দ্রে তার ভোট প্রয়োগ করবেন।

সোমবার (২৫ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
আরএস/এএটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-06-25 17:46:09