ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রবাসীদের ভোটের পদ্ধতি নির্ধারণে সংলাপ মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, এপ্রিল ২৪, ২০২৫
প্রবাসীদের ভোটের পদ্ধতি নির্ধারণে সংলাপ মঙ্গলবার

ঢাকা: প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) অংশীজনদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

সাংবাদিকদের তিনি বলেন, ২৯ এপ্রিল সেমিনার করব। সেমিনারে স্টেকহোল্ডারদের সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও আমন্ত্রণ জানানো হবে।

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজক্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে তিনটি পদ্ধতি নিয়ে আগতরা উপস্থাপনা দেন। অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট— এই তিন পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

এরপর এমআইএসটি, ঢাকা বিশ্ববিদ্যাল (ঢাবি) ও বুয়েটের প্রযুক্তিবিদদের নিয়ে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়। সেই কমিটিগুলোও এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, আমাদের গঠিত তিনটি কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এগুলোর ওপর এখন অংশীজনের মতামত নেওয়া হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ