ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ঢাকা-১৩ আসনে নানক, ১৬-তে ইলিয়াস জয়ী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঢাকা-১৩ আসনে নানক, ১৬-তে ইলিয়াস জয়ী

ঢাকা: ঢাকা-১৩ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা-১৬ আসনে জয়ী হয়েছেন ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

রোববার (৭ জানুয়ারি) রাতে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

ঢাকা-১৩ আসনে মোট ভোট পড়েছে ৯৬ হাজার ৫৪৮টি। বৈধ ভোট ৯৪ হাজার ৭৩৭টি। এর মধ্যে নানক পেয়েছেন ৯০ হাজার ৩৭৫ ভোট। এই আসনে ফুলের মালা প্রতীক নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তরীকত ফেডারেশনের কামরুল আহসান। তিনি পেয়েছেন ১৫২৯ ভোট।

এছাড়া, ইসলামী ফ্রন্টের প্রার্থী জাফর ইকবাল নান্টু ১১৫৯, বাংলাদেশ সুপ্রীম পার্টির সোহেল সামাদ বাচ্চু ৯১১, ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী জাহাঙ্গীর কামাল ৩৮৯, সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী শাহাবুদ্দিন ৩৭৪ ভোট পেয়েছেন।

অন্যদিকে ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ পেয়েছেন ৬৫ হাজার ৬৩১ ভোট। দ্বিতীয় স্থানে আছেন ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রবিন। তিনি ৬ হাজার ৩১৪ ভোট পেয়েছেন।

এছাড়া, জাতীয় পার্টির আমানত হোসেন ২৩৪৮, ন্যাশনাল পিপলস পার্টির তরিকুল ইসলাম ৬৩৯, বাংলাদেশ সুপ্রিম প্রার্টির তৌহিদুল ইসলাম ৩৩৮, ন্যাশনালিস্ট ফ্রন্টের সজীব কায়সার ১৬২ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
এমকে/এসসি/টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।