ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

বিপুল ভোটে জয়ী শেখ তন্ময় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বিপুল ভোটে জয়ী শেখ তন্ময় 

বাগেরহাট: বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের (তন্ময়) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রকাশিত ফল থেকে  এ তথ্য জানা গেছে।

 

বিভিন্ন কেন্দ্র, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ আসনের দুটি উপজেলার ১২৫টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে শেখ তন্ময় পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন হাজরা শহিদুল ইসলাম ৪ হাজার ১৭৪ ভোট।

এ নিয়ে শেখ তন্ময় বাগেরহাট-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। এই আসনে ৩ লাখ ২০ হাজার ১৪১টি ভোট এবং ছয় প্রার্থী ছিলেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।