ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

নৌকার পক্ষে জালভোট দিলেন পোলিং এজেন্ট! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
নৌকার পক্ষে জালভোট দিলেন পোলিং এজেন্ট! 

পাবনা: পাবনা-১ আসনে (সাঁথিয়া-বেড়ার একাংশ) নৌকার পক্ষে জালভোট দেওয়ার সময় স্বপন হোসেন নামের পোলিং এজেন্টকে হাতেনাতে ধরে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৭ জানুয়ারি ) বিকেল ৩টার দিকে সাঁথিয়া মহিলা দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  পোলিং এজেন্ট হয়ে তিনি জালভোট দিচ্ছিলেন।  বিষয়টি জানতে পেরে তাকে অফিসরুমে নিয়ে এসে সঙ্গে সঙ্গে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানে সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। বিকেলের দিকে একটু সমস্যা তৈরি হয়েছিল। এখন সব ঠিকঠাক আছে।

এই কেন্দ্রে ভোট দিতে আসা স্থানীয়রা জানান, আমরা কয়েকজন এখানে ভোট দিতে গেলে অন্য একটি রুমে একজনের হাতে নৌকায় সিল মারা ৪টি ব্যালট পেপার দেখতে পেয়ে আটক করে দ্রুত প্রিসাইডিং অফিসারকে জানানো হয়। পরে আমরা জানতে পারি তিনি পোলিং এজেন্ট। পরে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। ভোটার উপস্থিতি কম থাকলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।  

সাঁথিয়ায় উপজেলা নির্বাহী অফিসার  ও সহকারী রিটার্নিং অফিসার আলপনা ইয়াসমিন বলেন, এ বিষয়ে আপনি জেলায় যোগাযোগ করেন।  

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মুহা. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।