ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

মেহেরপুরে নৌকার ৩ সমর্থককে ৭দিন করে জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
মেহেরপুরে নৌকার ৩ সমর্থককে ৭দিন করে জেল

মেহেরপুর: ভোট প্রদানে বাধা সৃষ্টি করায় নৌকার ৩ সমর্থকে ৭ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন এই কারাদন্ড দেন।

দন্ডিতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে নজরুল ইসলাম, ইউসুফ আলীর ছেলে ইউনুস আলী ও হোসেন আলীর ছেলে নিয়ামত আলী।

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সদর উপজেলার বাড়াদি ইউনিয়নের কলাই ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রবিবার দুপুর ১২ টার সময় এই আদালত পরিচালনা করেন তিনি।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান, ভোট প্রদানে বাধা সৃষ্টি করা ও সামনে জটলা তৈরি করার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারায় ৩ জনকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।