ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

শরীয়তপুরের ২ ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, ডিসেম্বর ৩০, ২০২২
শরীয়তপুরের ২ ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরার মূলনা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ও ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউপির ২ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে  ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলে।

পরে গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।

মূলনা ইউনিয়নে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে তিন হাজার ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুল জলিল মাদবর।
অন্যদিকে পূর্ব ডামুড্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনে দেওয়ান মো. আবুল কালাম আজাদ ফুলবল প্রতীক নিয়ে ৭১২ ভোট পেয়ে নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ