ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

চালু হলো শাবিপ্রবি শিক্ষার্থীদের বন্ধ থাকা অ্যাকাউন্ট

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
চালু হলো শাবিপ্রবি শিক্ষার্থীদের বন্ধ থাকা অ্যাকাউন্ট

শাবিপ্রবি (সিলেট): দীর্ঘ ৩০ দিন পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের বন্ধ হয়ে থাকা ছয়টি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন।

তিনি বলেন, গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) আমাদের বন্ধ হয়ে থাকা ছয়টি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে।  

এদিকে গত ২৪ জানুয়ারি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আর্থিক লেনদেনের ছয়টি অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ উঠে। সেই সময় থেকে রকেট, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টসহ মোট ছয়টি অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন বা নম্বরগুলো থেকে যোগাযোগ করতে পারেননি শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।