ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

দিনাজপুর শিক্ষা বোর্ডে শীর্ষে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
দিনাজপুর শিক্ষা বোর্ডে শীর্ষে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল

রংপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে রংপুরের ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শীর্ষ স্থান পেয়েছে।

এছাড়া বোর্ডের শীর্ষ ২০ স্কুলের মধ্যে রংপুর ক্যাডেট কলেজ দ্বিতীয়, রংপুর জিলা স্কুল ৫ম, রংপুর মিলিনিয়াম স্টার ৭ম, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১১তম ও  রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ১৬তম স্থানে রয়েছে।



বোর্ড সূত্রে জানা গেছে, এবার ১ লাখ ৭২ হাজার ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৪৫ জন। জেলায় পাসের হার শতকরা ৮৪.৩৫।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।