ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, অক্টোবর ৩, ২০২৫
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক ভাষাসৈনিক আহমদ রফিক

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।  

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার শুক্রবার (৩ অক্টোবর) এক শোকবার্তায় মরহুম আহমদ রফিকের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

তারা বলেন, আহমদ রফিক ছিলেন মহান ভাষা আন্দোলনের একজন বীর সেনানী। ৬৯’র গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণসহ এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছেন। বিশেষ করে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ও সাহিত্য-সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ব্যক্তি জীবনে তিনি একজন চিকিৎসক ছিলেন। তিনি সাহিত্য-সংস্কৃতি বিকাশসহ নানা সেক্টরে অসামান্য অবদান রেখেছেন। আহমদ রফিকের কর্মময় জীবন দেশের মানুষকে সবসময় প্রেরণা জোগাবে।

ঢাবি সাদা দলের নেতারা শোকবার্তায় বলেন, মরহুম আহমদ রফিক একজন রবীন্দ্র গবেষক হিসেবেও সুপরিচিত। তিনি শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তিনি ছিলেন প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক চিন্তার মানুষ। তার চিন্তা ও কর্মের মাধ্যমে সমাজ প্রগতির সংগ্রামে নিয়োজিত নেতাকর্মীদের ও সাধারণ মানুষকে প্রভাবিত করেছেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। আমরা তার জীবন-সংগ্রামের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করছি।

এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ভাষাসৈনিক আহমদ রফিক। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।