bangla news

পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে রেকর্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-১২-২৮ ২:৫৯:৪৬ এএম

রেকর্ড সাফল্য হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায়। জেএসসি পরীক্ষা ফলাফলে এবার পাসের হার ৮২ দশমিক ৬৭  এবং জেডিসিতে পাসের হার ৮৮ দশমিক ৭১ ।

ঢাকা: রেকর্ড সাফল্য হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায়।
জেএসসি পরীক্ষা ফলাফলে এবার পাসের হার ৮২ দশমিক ৬৭  এবং জেডিসিতে পাসের হার ৮৮ দশমিক ৭১ । গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৭১ দশমিক ৩৪ ভাগ। বিগত বছরের চেয়ে এবার পাসের হার ১১ দশমিক ৩৩ ভাগ বেশি।
 
জেডিসি পরীক্ষায় এবার পাসের হার ৮৮ দশমিক ৭১। যা গত বছরের চেয়ে ৭ দশমিক ৬৮ বেশি। গত বছর জেডিসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ০৩।

এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৫২ জন। অথচ গত বছর জিপিএ ৫ পেয়েছিল মাত্র ৮ হাজার ৫৫৬ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ২২ হাজার ২৯৬।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-12-28 02:59:46