ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

৩য়দিনের কর্মসূচি দিলেন জাবি আন্দোলনকারীরা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
৩য়দিনের কর্মসূচি দিলেন জাবি আন্দোলনকারীরা কথা বলছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র মুখপাত্র অধ্যাপক রায়হান রাইনসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরও তৃতীয়দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে নয়টায় সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।

তিনি বলেন, শুক্রবার সকাল ১১টার পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান এবং প্রতিবাদী পটচিত্রাঙ্কন করবেন শিক্ষার্থীরা।

সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংহতি জানিয়ে কিছু শিক্ষার্থীও অংশ নেবেন। পটচিত্রাঙ্কন শেষে তা ক্যাম্পাসে প্রদর্শন করা হবে।

অধ্যাপক রায়হান রাইন আরও বলেন, আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে তথ্যপ্রমাণ জমা দেওয়া হবে। আমাদের কাছে যে প্রমাণগুলো আছে তাতে করে অধ্যাপক ফারজানা ইসলাম আর কোনোভাবেই তার পদে থাকতে পারেন না।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ

welcome-ad