ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

হোসেনপুরে ৭ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
হোসেনপুরে ৭ পরীক্ষার্থী বহিষ্কার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কারিগরি শিক্ষা বোর্ডের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি-ভোকেশনাল) নবম শ্রেণির ফাইনাল পরীক্ষার গণিত বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার পরীক্ষার্থীরা হলো- হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের তিনজন; ফুলকলি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দু’জন ও এসআরডি শামসুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের দু’জন।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে পরীক্ষা কেন্দ্রে গণিত বিষয়ে নকল করার সময় তাদের হাতেনাতে ধরে বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।